রাধার গান । Radhar Gaan | Nisho | Mahjabin | Elita Karim.


রাধার গান

এলিটা করিম

ভালবাসার গান শুনিয়ে চাইলে তুমি ঘুম
আমার তখন চলছে ভীষণ অস্থিরতার ঘুম
তোমার সাথে দুষ্টুমিতে বাদাম নিয়ে খেলা
বললে তুমি না ঘুমিয়ে কাটাতে এই বেলা
হয়ত তোমার কাছেই যাব নয়ত যাব দূরে তোমার সাথে
তোমার সাথে স্বপ্নগুলো সাজিয়ে রাখি সুরে....
তোমার সাথে পেরিয়ে যাব দূর্গম গিরী বাধা
তোমার জন্য এড়িয়ে গিয়ে বিরহের গান সাধা
তোমার জন্য লুকিয়ে থেকে কাঁদছে দেখ রাধা
 তোমার জন্য এড়িয়ে গিয়ে বিরহের গান সাধা....!!
তোমার কথা ভাবতে গিয়ে আমি দেই ডুব
হারিয়ে গেলে স্বপ্ন কি আর হৃদয়ে থাকে খুব...
সব হারালে সব খোয়ালে
সৌরভ ঘিরে থাকে...
রাধার জন্য কৃষ্ণ ছাড়া আর কি-ই থাকে ......!!
হয়ত তোমার কাছেই যাব নয়ত যাব দূরে তোমার সাথে
তোমার সাথে স্বপ্নগুলো সাজিয়ে রাখি সুরে
তোমার সাথে পেরিয়ে যাব দূর্গম গিরী বাধা
তোমার জন্য এড়িয়ে গিয়ে বিরহের গান সাধা
তোমার জন্য লুকিয়ে থেকে কাঁদছে দেখ রাধা
তোমার জন্য এড়িয়ে গিয়ে বিরহের গান সাধা....!!

0 comments